ঢাকা, শনিবার, ১৫ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

বিনোদন

মেক্সিকোর সৈকতে তানজিন তিশা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৫ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২২
মেক্সিকোর সৈকতে তানজিন তিশা তানজিন তিশা

কিছুদিন আগেই কাশ্মীর গিয়েছিলেন জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। ডাল লেক, পাহালগামসহ কাশ্মীরের দৃষ্টিনন্দন সকল জায়গায় ঘুরে বেড়িয়েছেন তিশা।

সেসব ছবি সামাজিকমাধ্যমে শেয়ারের পর নেটিজেনদের প্রচুর প্রতিক্রিয়া পেয়েছিল।

সম্প্রতি যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন তানজিন তিশা। নিউ ইয়র্ক থেকে একের পর এক ছবি পোস্ট করছেন। আর পাশের দেশ মেক্সিকো সমুদ্র সৈকত থেকে আকর্ষণীয় লুকে ছবি পোস্ট করে নেটিজেনদের চোখ কপালে তুলে দিলেন এই অভিনেত্রী।  

মঙ্গলবার (২৫ অক্টোবর) পোস্ট করা ছবিগুলো মেক্সিকোর সমুদ্র তীরবর্তী শহর ক্যানকানের সৈকতে তোলা। অবশ্য কার সঙ্গে সমুদ্র সৈকতে গিয়েছেন সে সম্পর্কে জানাননি অভিনেত্রী। শুটিং সংক্রান্ত কোনো কাজে গিয়েছেন নাকি শুধুই অবকাশ সেটাও উল্লেখ করেননি।  

ক্যাপশনে লেখেন, ‘হেই মাই লাভ। ’ নেটিজেনরা এই ক্যাপশন ধরেই প্রশ্ন তুলেছেন কার সঙ্গে গিয়েছেন।  অবশ্য ছবিতে ভালোবাসার ইমোজি যুক্ত করতে কেউ ভুলছেন না।  

বাংলাদেশ সময়:  ১৫৫৫ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২২
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।