ঢাকা, শুক্রবার, ১৪ আষাঢ় ১৪৩১, ২৮ জুন ২০২৪, ২০ জিলহজ ১৪৪৫

বিনোদন

জ্যাকুলিন কেন গ্রেপ্তার হয়নি? ইডিকে প্রশ্ন আদালতের

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৬ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২২
জ্যাকুলিন কেন গ্রেপ্তার হয়নি? ইডিকে প্রশ্ন আদালতের জ্যাকুলিন ফার্নান্দেজ

প্রতারক সুকেশ চন্দ্রশেখরের ২০০ কোটি রুপি অর্থ পাচার এবং চাঁদাবাজি মামলায় অভিযুক্ত বলিউড তারকা জ্যাকুলিন ফার্নান্দেজকে কেন গ্রেপ্তার করা হয়নি তা জানতে চেয়েছেন আদালত।

এ বিষয়ে আদালতের জিজ্ঞাসাবাদের মুখে পড়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি)।

আদালত জানিয়েছে, জ্যাকুলিনের কাছে টাকার অভাব নেই, সহজেই দেশ থেকে পালাতে পারেন তিনি।

আদালত ইডির কাছে জানতে চেয়েছেন, এলওসি জারি করেও কেন তারা জ্যাকুলিনকে এখনো গ্রেপ্তার করেননি? অন্য আসামিরা কারাগারে। কেন বাছাই নীতি গ্রহণ করা হলো?

শুক্রবার (১১ নভেম্বর) জ্যাকুলিনের জামিন আবেদনের বিষয়ে সিদ্ধান্ত ঘোষণা করতে পারে আদালত। এর আগে আদালত থেকে অন্তর্বর্তীকালীন জামিনে পেয়েছেন জ্যাকুলিন।

২০২১ সালে আর্থিক কেলেঙ্কারিতে অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে জ্যাকুলিনের সম্পর্কের কথা প্রকাশ হয়। ২০০ কোটি টাকার প্রতারণা এবং আরো ২০টি আর্থিক কেলেঙ্কারির মামলায় জড়িত চন্দ্রশেখর এখন দিল্লির একটি জেলে বন্দি।

বাংলাদেশ সময়: ২১৩৬ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।