ভারতের বাংলা সিনেমার প্রথম সারির অভিনেত্রী মিমি চক্রবর্তী। একই সঙ্গে তিনি একজন সংসদ সদস্য।
ব্যস্ততার মধ্যেও সম্প্রতি পশ্চিমবঙ্গের ভাঙড়ের জিরানগাছা ও নলমুড়ি হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেছেন মিমি। এই দায়িত্ব নেওয়ার পর ইতোমধ্যে পাঁচজন টিবি রোগীকে দত্তকও নিয়েছেন এ অভিনেত্রী।
জানা গেছে, শুক্রবার (১১ নভেম্বর) ভাঙড়ের নলমুড়ি হাসপাতালের রোগী কল্যাণ সমিতির একটি সভায় অংশ নেন মিমি। সেখানেই টিবি রোগী দত্তকের কথা জানান তিনি। নিয়ম অনুযায়ী রোগীদের চিকিৎসার সকল ব্যয়ভার বহন করবেন মিমি।
একটি মাসিক ব্যয় হয় টিবি রোগীদের। তাই এই রোগীদের অন্যরাও যেন দত্তক নেওয়ায় আগ্রহী হয়, সে ব্যাপারে মিমি বলেন, খুবই সামান্য টাকা লাগে মাসিক খরচে। ফলে যাদের সামর্থ্য আছে, তাদেরকেও টিবি রোগীদের দত্তক নিতে আহ্বান জানান তিনি।
এদিকে, মুক্তির অপেক্ষায় রয়েছে মিমি অভিনীত সিনেমা ‘খেলা যখন’। এটি পরিচালনা করেছেন অরিন্দম শীল। সবকিছু ঠিক থাকলে আগামী ২ ডিসেম্বর মুক্তি পাবে সিনেমাটি।
বাংলাদেশ সময়: ১৩১৪ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২২
এনএটি