ছোটবেলাতেই হাতে তুলে নিয়েছিলেন বাঁশের বাঁশি। সেই সুর থেকেই লোকগানে খুঁজেছিলেন প্রাণের আশ্রয়।
১৫ নভেম্বর বারী সিদ্দিকীর ৬৮তম জন্মদিন। এ উপলক্ষে এদিন বিকেল ৫টায় কেন্দ্রীয় কচি-কাঁচার মেলা মিলনায়তনে বারী সিদ্দিকী স্মৃতি পরিষদের আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে স্মৃতিচারণ, গুণীজন সম্মাননা, আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
জানা যায়, এতে সংগীত পরিবেশন করবেন আশরাফ উদাস, শফি মন্ডল, শাহনাজ বেলী, ফকির শাহাবুদ্দিন, আলম আরা মিনু, রুক্সী আহম্মেদ, নাসরিন আক্তার বিউটি, তাজুল ইসলাম, গামছা পলাশ, সুলতানা ইয়াসমিন লায়লা, আয়েশা জেবীন দিপা, প্রতীক হাসান, নোলক বাবু, বিন্দু কনা, কামরুজ্জামান রাব্বী প্রমুখ।
প্রসঙ্গত, ২০১৭ সালের ২৪ নভেম্বর না ফেরার দেশে চলে যান লোকজ ও আধ্যাত্মিক ঘরানার গানের শিল্পী বারী সিদ্দিকী।
বাংলাদেশ সময়: ২০১১ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২২
এনএটি