আশির দশকের জনপ্রিয় কণ্ঠশিল্পী মো. ইব্রাহীম মারা গেছেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সকাল ৯টা ৩০ মিনিটে ঢাকা ক্যান্টনমেন্ট কচুক্ষেতের নিজ ভাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
এসব তথ্য নিশ্চিত করেছেন গীতিকার দেলোয়ার আরজুদা শরফ। তিনি জানিয়েছেন, বাদ আসর প্রয়াত এই শিল্পীর জানাজা অনুষ্ঠিত হবে।
আশির দশকে বিচ্ছেদ ও মরমি গানের জন্য সমাদৃত ছিলেন মো. ইব্রাহীম। ৪১টি অ্যালবামসহ প্রায় সাড়ে চার শ’ গান করেছেন জনপ্রিয় এই শিল্পী। কিছু চলচ্চিত্রেও গেয়েছেন তিনি।
মো. ইব্রাহীমের জনপ্রিয় গানের মধ্যে রয়েছে, ‘কোনো একদিন আমায় তুমি খুঁজবে’, ‘কি আছে জীবনে আমার’, ‘জীবন চলার পথে ওগো বন্ধু’, ‘তুমি কি কখনো জানতে চেয়েছো’।
তার অ্যালবামগুলোর মধ্যে রয়েছে, ‘কি আছে জীবনে আমার’, ‘বিনোদিয়া, ‘ভবের মানুষ’, ‘নিষ্ঠুর পৃথিবী’, ‘আর কান্দাইওনা’, ‘কবর হলো রুহের হোল্ডিং নাম্বার’, ‘সৃষ্টি রহস্য’, ‘মাটির দেহ যাবে পচে’ প্রভৃতি। সবশেষে কয়েক বছর আগে প্রকাশ পায় অ্যালবাম ‘ভাবদরিয়া’। অ্যালবামের বেশির ভাগ গানই ইব্রাহিমের রচনা এবং সুর করা।
বাংলাদেশ সময়: ১৬০২ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২২
এনএটি