ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

ভালুকায় বিভিন্ন ইটভাটায় অভিযান, ৩০ লাখ টাকা জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৮ ঘণ্টা, মার্চ ১, ২০২৩
ভালুকায় বিভিন্ন ইটভাটায় অভিযান, ৩০ লাখ টাকা জরিমানা

ময়মনসিংহ: ময়মনসিংহের ভালুকা উপজেলায় পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাতটি ইটভাটাকে মোট ৩০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।  

বুধবার (১ মার্চ) দিনভর উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়।

এসময় তিনটি ইটভাটা গুঁড়িয়ে দিয়ে একটি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

ইটভাটা প্রস্তুত ও ভাটা স্থাপন আইনে নিষিদ্ধ এলাকায় ইটভাটা স্থাপন ও জেলা প্রশাসকের সঙ্গে চুক্তি ছাড়াই অবৈধভাবে মাটি কাটার অভিযোগে নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবেল মাহমুদ এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।  

সন্ধ্যা ৭টার দিকে ময়মনসিংহ পরিবেশ অধিপ্তরের উপ-পরিচালক মিহির লাল সরদার বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, অভিযানে উপজেলার পলাশতলী ধলিয়া এলাকার সেভার ব্রিকস, সাফা ব্রিকস, রিফাত ব্রিকস, খারোয়ালি এলাকার সিদ্দিকীয় ব্রিকস, মেদিলা এলাকার আলম ব্রিকস ও পাঠান ব্রিকসকে মোট ৩০ লাখ টাকা করে জরিমানা করা হয়।  

মিহির লাল সরদার আরও জানান, পরিবেশ রক্ষায় নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। ভবিষতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।  

বাংলাদেশ সময়: ২০৫৭ ঘণ্টা, মার্চ ১, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।