চাটমোহর (পাবনা): পাবনার চাটমোহর উপজেলার পল্লীতে হঠাৎ করে একটা বিরল প্রজাতির হনুমানের আর্বিভাব ঘটেছে। হনুমানটি যেন এখন এলাকায় হিরো হয়ে দাঁড়িয়েছে।
চাটমোহর উপজেলার হরিপুর ইউনিয়নের বুড়িপাড়া গ্রামে আব্দুল বারেক মিয়ার বাড়ির তেঁতুল গাছে আশ্রয় নিয়েছে হনুমানটি। বিরল এ প্রাণীটি দেখতে শত শত মানুষ ভিড় করছে ওই তেঁতুল গাছের নিচে।
মঙ্গলবার ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, হনুমানটি তেঁতুলগাছসংলগ্ন টিনের ঘরের চালে বসে আছে। লোকভয়ে বেশির ভাগ সময় হনুমানটি তেঁতুল গাছের মগডালে উঠে থাকে।
হরিপুর ইউপি চেয়ারম্যান মকবুল হোসেন বাংলানিউজকে জানান, ৫-৬ দিন আগে ওই গ্রামের আব্দুল বারেক মিয়ার বাড়ির পাশের তেঁতুল গাছে হঠাৎ হনুমানটিকে দেখতে পায় এলাকাবাসী। স্থানীয়দের ধারণা, রাজশাহী এলাকা থেকে দলছুট হয়ে এখানে চলে এসেছে ওই হনুমানটি।
স্থানীয় বাসিন্দা প্রত্যক্ষদর্শী রফিকুল ইসলাম ও শরীফ উদ্দিন বাংলানিউজকে জানান, হনুমানটি বিরল প্রজাতির কিনা জানি না। তবে ঈসৎ সাদা রঙের মাঝারি আকৃতির প্রাণীনিটির লেজ অনেক লম্বা, মুখ ও পা দু’টি কালো।
বর্তমানে স্থানীয়রা পাউরুটি, কলা, পেঁপে খাইয়ে হনুমানটিকে বাঁচিয়ে রেখেছে। এছাড়া তেঁতুল গাছের মালিক বারেক মিয়া সাধ্যমতো খাদ্য সরবরাহ করছেন বলে তিনি জানান।
থানার ওসি হাবিবুল ইসলাম বাংলানিউজকে জানান, ঘটনাস্থলে গিয়ে পুলিশ এলাকাবাসীকে হনুমানটি মেরে ে ফেলতে নিষেধ করে এসেছে।
রোববার পাবনা বন বিভাগের লোকজন খবর পেয়ে এসে অনেক চেষ্টা করেও হনুমানটি ধরতে পারেননি বলে ওসি জানান।
বাংলাদেশ সময়: ১৯৪৩ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১২
শামীম হাসান মিলন
সম্পাদনা: সাইফুল ইসলাম, কান্ট্রি এডিটর