পাথরঘাটা (বরগুনা): বিহঙ্গ দ্বীপ সংলগ্ন পাথরঘাটার রুহিতা থেকে ১০ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে।
বুধবার (১৬ আগস্ট) সকাল ১১টার দিকে রুহিতা বটতলা মাছ বাজারের একটি মাছের আড়ত থেকে অজগরটি উদ্ধার করেন স্থানীয় বন্যপ্রাণী প্রেমী জাকির মুন্সি।
উদ্ধারকারী জাকির মুন্সি বলেন, সকালে রুহিতা বটতলা মাছ বাজারের আড়তে যান স্থানীয় আড়তদার হেলাল। আড়তের গেট খোলার পরেই মাছ সংরক্ষণের জন্য রাখা কর্কশিটের বক্সের মধ্যে সাপটি দেখে ভয়ে চিৎকার দেন হেলাল। পরে হেলাল আমাকে খবর দিলে দ্রুত ওই আড়তে গিয়ে অজগরটি দেখতে পেয়ে তা উদ্ধার করে বনবিভাগকে খবর দেই।
জাকির মুন্সি আরও বলেন, এর আগেও আমি দেড় শতাধিক অজগর উদ্ধার করেছি। যা সুন্দরবনসহ বিভিন্ন বনে অবমুক্ত করেছি।
বন বিভাগের টেংরা বিটের বিট কর্মকর্তা মো. মহিদুর রহমান বলেন, অজগরটি উদ্ধারের খবর শুনেছি। সেটি সুন্দরবনে অবমুক্ত করা হবে।
বাংলাদেশ সময়: ১৩১২ ঘণ্টা, আগস্ট ১৬, ২০২৩
আরএ