ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

সিলেটে খাবারের সন্ধানে লোকালয় অজগর, উদ্ধারের পর অবমুক্ত 

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০২৩
সিলেটে খাবারের সন্ধানে লোকালয় অজগর, উদ্ধারের পর অবমুক্ত 

সিলেট: সিলেটের সীমান্তবর্তী গোয়াইনঘাটে লোকালয় থেকে বিশাল আকৃতির অজগর সাপ উদ্ধার করা হয়েছে।

রোববার (১০ সেপ্টেম্বর) সকালে উপজেলার এক নম্বর রুস্তমপুর ইউনিয়নের বীরমঙল হাওরের মাটিকাপা গ্রামে মোহাম্মদ আলীর বাড়ির পুকুর পাড় থেকে সাত ফুট লম্বা  বিশাল আকৃতির অজগর সাপ ধরা পড়ে।



স্থানীয়রা জানান, বিশাল আকৃতির অজগর সাপটি খাবারের সন্ধানে লোকালয়ে আসে। সাপটি দেখতে পেয়ে জনতা থানায় খবর দেন। তাৎক্ষণিক গোয়াইনঘাট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অজগর সাপটিকে নিজেদের হেফাজতে নেয়। পরবর্তীতে উদ্ধারকৃত অজগর সাপটি অবমুক্ত করতে বন বিভাগের মো. আব্দুল মালেকের কাছে সাপটি হস্তান্তর করা হয়।

বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০২৩
এনইউ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।