ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

সীমান্তে পাওয়া গেল ৪০ স্টার কচ্ছপ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৬ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২৪
সীমান্তে পাওয়া গেল ৪০ স্টার কচ্ছপ 

ঝিনাইদহ: ঝিনাইদহের মহেশপুর উপজেলার মাটিলা সীমান্তে ভারত থেকে পাচার করে আনা ৪০টি কচ্ছপ উদ্ধার করেছে বিজিবি। কচ্ছপের ঝুঁকিপূর্ণ এ প্রজাতিটির নাম ইন্ডিয়ান স্টার কচ্ছপ।

রোববার (২১ জানুয়ারি) দুপুরে কচ্ছপগুলো উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

মহেশপুর-৫৮ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়নের পরিচালক কর্নেল মাসুদ পারভেজ রানা বিকেলে এ তথ্য নিশ্চিত করে জানান, ভারত থেকে অবৈধভাবে প্রজাতির কচ্ছপ আনা হচ্ছে- এমন খবর পেয়ে মাটিলা সীমান্ত এলাকায় অবস্থায় নেয় বিজিবি। এসময় এক পাচারকারী সীমান্ত দিয়ে ভারত থেকে দেশে ঢোকার পথে বিজিবি সদস্যদের সামনে পড়ে একটি বস্তা ফেলে দৌড়ে পালিয়ে যান। পরে ওই বস্তায় ৪০টি জীবন্ত কচ্ছপ পাওয়া যায়। পরে বনবিভাগের কর্মকর্তাদের কাছে কচ্ছপগুলো হস্তান্তর করা হয়।

আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘের (আইইউসিএন) তালিকা অনুযায়ী ইন্ডিয়ান স্টার কচ্ছপের প্রজাতিটি কচ্ছপের একটি ঝুঁকিপূর্ণ প্রজাতি।  

বাংলাদেশ সময়: ১৯১৪ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।