ঢাকা, সোমবার, ২৬ কার্তিক ১৪৩১, ১১ নভেম্বর ২০২৪, ০৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

বাঘের তাড়া খেয়ে লোকালয়ে আসা হরিণ সুন্দরবনে অবমুক্ত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০২৪
বাঘের তাড়া খেয়ে লোকালয়ে আসা হরিণ সুন্দরবনে অবমুক্ত

সাতক্ষীরা: বাঘের তাড়া খেয়ে সুন্দরবন থেকে নদী সাঁতরে লোকালয়ে আসার পথে একটি হরিণ উদ্ধার করে পুনরায় সুন্দরবনে অবমুক্ত করেছে বনবিভাগ।

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সকালে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের খোলপেটুয়া নদী দিয়ে লোকালয়ে আসার পথে হরিণটিকে উদ্ধার করা হয়।

জানা গেছে, স্থানীয়রা হরিণটিকে নদী পেরিয়ে লােকালয়ে আসতে দেখে বনবিভাগকে খবর দেন। পরে বনবিভাগের বুড়িগোয়ালিনী স্টেশনের সদস্য ও সিপিজি সদস্যরা দীর্ঘ এক ঘণ্টা চেষ্টা চালিয়ে হরিণটিকে উদ্ধার করতে সক্ষম হন।

বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনের কর্মকর্তা এবিএম হাবিবুল ইসলাম জানান, বাঘের তাড়া খেয়ে খলিসাবুনিয়া এলাকা থেকে হরিণটি খোলপেটুয়া নদী সাঁতরে গাবুরা এলাকার দিকে আসছিলো। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে স্পিডবোটযোগে সেখানে পৌঁছায় বনবিভাগের সদস্যরা। পরে ঘণ্টাখানেক চেষ্টার পর হরিণটিকে উদ্ধার করে সুন্দরবনে ছেড়ে দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।