ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

মৃত হাতিটি পড়ে ছিল টেকনাফের গহীন পাহাড়ে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৭ ঘণ্টা, মার্চ ৩০, ২০২৪
মৃত হাতিটি পড়ে ছিল টেকনাফের গহীন পাহাড়ে

কক্সবাজার: কক্সবাজারের টেকনাফের গহীন পাহাড় থেকে একটি মৃত বন্যহাতি উদ্ধার করেছে বনবিভাগ। প্রায় ৭০ বছর বয়সী পুরুষ জাতের হাতিটি বার্ধক্যজনিত কারণে মারা গেছে ধারণা করেছেন বনকর্মকর্তারা।

 

শনিবার (৩০ মার্চ ) সকালে উপজেলার হ্নীলা ইউনিয়নের পশ্চিম লেদার গহীন পাহাড়ে টহলে গিয়ে বনকর্মীরা হাতিটি দেখতে পায়।

বিকেলে কক্সবাজার দক্ষিণ বনবিভাগের বিভাগীয় কর্মকর্তা (ডিএফও) মো. সরওয়ার আলম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, বনরক্ষীদের কাছ থেকে খবর পেয়ে বনবিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে যায়। হাতিটির শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বার্ধ্যকজনিত কারণে হাতিটির মৃত্যু হয়েছে।  

তিনি বলেন, ময়নাতদন্তের জন্য নমুনা সংগ্রহ করে হাতিটি মাটিতে পুঁতে ফেলার ব্যবস্থা নেওয়া হয়েছে।  

এ ব্যাপারে টেকনাফ থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানান এই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, মার্চ ৩০, ২০২৪
এসবি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।