ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

গাজীপুরে সাফারি পার্কে জন্ম নিলো দুই জেব্রা শাবক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২৪
গাজীপুরে সাফারি পার্কে জন্ম নিলো দুই জেব্রা শাবক

গাজীপুর: গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের জেব্রা পরিবারে দুই নতুন অতিথি। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) ও ২২ সেপ্টেম্বর জেব্রা শাবক দুটির জন্ম হয়।

শাবক দুটি জেব্রা পালের সাথে ঘুরতে দেখা গেছে।

ওই পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) ও ২২ সেপ্টেম্বর জেব্রা শাবক দুটি জন্ম নেয়। জেব্রা পালের সাথে নতুন শাবককে ঘুরে বেড়াতে দেখা গেছে। নতুন শাবক দুটিকে হিংস্র প্রাণীদের আক্রমণ থেকে রক্ষায় বিশেষ নজরে রাখা হয়েছে। একই বেস্টনিতে জেব্রার সঙ্গে জিরাফ, চিত্রা ও মায়া হরিণসহ আরও কিছু প্রাণী রয়েছে। বর্তমানে এনিয়ে সাফারি পার্কে ৩০টি জেব্রা রয়েছে। এর মধ্যে ১৫টি পুরুষ ও ১৫টি মাদী জেব্রা রয়েছে। জেব্রা শাবক ৭ থেকে ৮ মাস মায়ের দুধ পান করে। জেব্রা দলবেঁধে ঘুরে বেড়ায়। একটি নারী জেব্রা ১২ থেকে ১৩ মাস গর্ভকাল পার করে। প্রকৃতিতে ২০ বছর বাঁচলেও আবদ্ধ জোনে ৪০ বছর পর্যন্ত বেঁচে থাকার রেকর্ড রয়েছে।

বাংলাদেশ সময়: ২০৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২৪
আরএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।