ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

বন্যপ্রাণী অধিদপ্তরের অভিযান: শতাধিক টিয়া উদ্ধার করে অবমুক্ত

অতিথি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৫ ঘণ্টা, অক্টোবর ৭, ২০২৪
বন্যপ্রাণী অধিদপ্তরের অভিযান: শতাধিক টিয়া উদ্ধার করে অবমুক্ত

সাভার (ঢাকা): সাভারের আশুলিয়ার জিরাবো এলাকায় অভিযান চালিয়ে শতাধিক টিয়া পাখি উদ্ধার করে অবমুক্ত করেছে বন্যপ্রাণী অধিদপ্তরের অপরাধ দমন ইউনিট।  

সোমবার (৭ অক্টোবর) সন্ধ্যায় আশুলিয়ার জিরাবো ঈদগাঁ মাঠ এলাকার মোহাম্মদ জাকির হোসেনের বাড়ির একটি কক্ষ থেকে এসব দেশীয় প্রজাতির টিয়া পাখি উদ্ধার করা হয়।

এ সময় টিয়া পাখি ব্যবসায়ী আনোয়ার হোসেন পালিয়ে যান।  

বন্যপ্রাণী অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জিরাবো এলাকার একটি বাড়িতে সন্ধ্যায় অভিযান পরিচালনা করে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট। এ সময় একটি বন্ধ ঘর থেকে শতাধিক দেশীয় প্রজাতির টিয়া পাখি উদ্ধার করা হয়। তবে এর আগেই বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের উপস্থিতি বুঝতে পেরে পাখি ব্যবসায়ী আনোয়ার হোসেন পালিয়ে যায়। এ সময় প্রায় শতাধিক দেশীয় প্রজাতির টিয়া পাখি উদ্ধার করে অবমুক্ত করা হয়।

বন্যপ্রাণী অধিদপ্তরের অপরাধ দমন ইউনিটের পরিদর্শক অসীম মল্লিক বাংলানিউজকে জানান, পলাতক আনোয়ার হোসেন ওই বাড়িটির একটি কক্ষ গোডাউন হিসেবে ভাড়া নেন। পরে সেখানে দীর্ঘদিন ধরে বন্যপ্রাণী ক্রয়-বিক্রয় করে আসছিলেন। এর আগেও বন্যপ্রাণী ক্রয়-বিক্রয়ের দায়ে কয়েকবার জেল খেটেছেন তিনি। এবার বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের উপস্থিতি বুঝতে পেরে গোডাউন থেকে আগেই পালিয়ে যান। তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ২১৩৪ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০২৪
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।