ঢাকা, মঙ্গলবার, ২৪ অগ্রহায়ণ ১৪৩১, ১০ ডিসেম্বর ২০২৪, ০৭ জমাদিউস সানি ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

শ্রীপুরের সাফারি পার্কে নীলগাইয়ের ঘরে নতুন অতিথি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩০ ঘণ্টা, নভেম্বর ৬, ২০২৪
শ্রীপুরের সাফারি পার্কে নীলগাইয়ের ঘরে নতুন অতিথি

গাজীপুর: গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে আফ্রিকান প্রজাতির নীলগাই পরিবারে যুক্ত হয়েছে নতুন অতিথি।   বুধবার (৬ নভেম্বর) সকালে পার্ক কর্তৃপক্ষ বিষয়টি জানিয়েছেন।



গাজীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, ১০ অক্টোবর আফ্রিকান প্রজাতির নীলগাই পরিবারে একটি শাবক জন্ম নেয়।  এ নিয়ে সাফারি পার্কের বিভিন্ন সময় নীলগাইয়ের ছয়টি শাবক জন্ম নেয়। সবগুলো শাবকে জীবিত আছে।  

বর্তমানে এ পার্কে শাবকসহ ১০টি নীলগাই রয়েছে। সদ্য জন্ম নেয়া নীলগাই শাবকটি পার্কের নিদিষ্ট বেষ্টনীতে খাবার খেতে দেখা যায়। জন্ম নেওয়া এ শাবক ও মা নীলগাই বিশেষ নজরদারিতে রয়েছে।  শাবকটি পুরোপুরি সুস্থ রয়েছে এবং বেষ্টনীর ভেতর ঘুরাফেরা করছে। তবে শাবকটি মাদি নাকি পুরুষ তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ১৪২৭ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০২৪
আরএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।