ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

চুয়াডাঙ্গায় মাঘের শেষে ফের শৈত্যপ্রবাহ, তাপমাত্রা ৯ ডিগ্রির ঘরে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০২৫
চুয়াডাঙ্গায় মাঘের শেষে ফের শৈত্যপ্রবাহ, তাপমাত্রা ৯ ডিগ্রির ঘরে মাঘের শীতে কনকনে ঠান্ডা চুয়াডাঙ্গায়

চুয়াডাঙ্গা: মাঘের শেষ ভাগে এসে শীতের কাছে কাবু হচ্ছে চুয়াডাঙ্গার মানুষ। তাপমাত্রা কমে বইছে মৃদু শৈত্যপ্রবাহ।

গত দুই দিনের ব্যবধানে জেলার তাপমাত্রা ৮ ডিগ্রি কমে দাঁড়িয়েছে ৯ ডিগ্রির ঘরে। এতে বেড়েছে শীতের তীব্রতা।

শনিবার (৮ ফেব্রুয়ারি) চুয়াডাঙ্গার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এসময় বাতাসের আর্দ্রতা ছিল শতকরা ৯৭ ভাগ।

ঘন কুয়াশার দাপট না থাকায় বেলা গড়ালে সূর্যের দেখা মিলেছে। কিন্তু উত্তর থেকে বয়ে আসা হিম বাতাসের জন্য শীতের অনুভূতি বাড়ছে। ব্যাহত হচ্ছে স্বাভাবিক কাজকর্ম। হাসপাতালে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা। এর মধ্যে শিশু ও বয়স্কদের সংখ্যাই বেশি।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান, ফের শৈত্যপ্রবাহের কবলে পড়েছে চুয়াডাঙ্গা। মাঘ মাসের শেষভাগ এভাবেই যাবে। তাপমাত্রা হ্রাস পেতে পারে। শৈত্যপ্রবাহ কেটে গেলে তাপমাত্রার উন্নতি হবে।

বাংলাদেশ সময়: ১৩৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০২৫

আরএ  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।