ঢাকা, শনিবার, ১ ফাল্গুন ১৪৩১, ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৫ শাবান ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

সুন্দরবন রক্ষার বিকল্প নেই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২৫
সুন্দরবন রক্ষার বিকল্প নেই

বরিশাল: বিশ্ব ঐতিহ্য সুন্দরবন আজ হুমকির মুখে। সুন্দরবনের সঙ্গে নিবিড়ভাবে জড়িয়ে রয়েছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলসহ গোটা দেশের পরিবেশ।

বন রক্ষায় সুন্দরবন দিবস (১৪ ফেব্রুয়ারি) উপলক্ষে বরিশালে মানববন্ধন ও নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।  

সুন্দরবন রক্ষার দাবিতে শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় বরিশাল নগরের অশ্বিনী কুমার হল (টাউন হল) প্রাঙ্গণে এ মানববন্ধনের আয়োজন করা হয়।  

মানববন্ধন শেষে বরিশাল রিপোর্টার্স ইউনিটির হলরুমে প্রান্তজন, অ্যাকশন এইড বাংলাদেশ, জাস্ট এনার্জি ট্রানজিশন নেটওয়ার্ক বাংলাদেশ, বরিশাল বিভাগীয় পরিবেশ ও জনসুরক্ষা ফোরাম এবং আরোহির যৌথ উদ্যোগে নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়। যেখানে জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং টেকসই উন্নয়নের প্রেক্ষাপটে সুন্দরবনের গুরুত্ব তুলে ধরা হয়।

এর আগে মানববন্ধনে বক্তারা বলেন- সুন্দরবন শুধু একটি বন নয়, এটি উপকূলীয় অঞ্চলের লক্ষাধিক মানুষের জীবন-জীবিকার সঙ্গে সরাসরি জড়িত। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে দেশকে রক্ষা করতে হলে সুন্দরবনকে রক্ষার কোনো বিকল্প নেই।

নাগরিক সংলাপে পরিবেশবিদ, গবেষক, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক ও তরুণ জলবায়ু কর্মীরা অংশ নেন। তারা বলেন, কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র, শিল্পায়ন, অবৈধ দখল ও দূষণের কারণে সুন্দরবন হুমকির মুখে।  

তাই নীতিনির্ধারকদের দৃষ্টি আকর্ষণ করে সুন্দরবন সংরক্ষণে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।

জেটনেট-বিডির বরিশাল বিভাগীয় সমন্বয়ক ও প্রান্তজন ট্রাস্টের নির্বাহী পরিচালক তৌহিদুল ইসলাম শাহাজাদা জানান, জাস্ট এনার্জি ট্রানজিশন নেটওয়ার্ক বাংলাদেশ সুন্দরবন রক্ষার লক্ষ্যে নীতি-পর্যায়ে আলোচনা ও জনসচেতনতা বৃদ্ধির কার্যক্রম অব্যাহত রাখবে।

বরিশালের স্থানীয় জনগণ এবং পরিবেশ সচেতন মানুষ, যুব প্রতিনিধি, সাংবাদিক, পরিবেশ কর্মীসহ অনেকেই কর্মসূচিতে অংশ নেন।  

সুন্দরবন রয়েছে ৫ হাজার প্রজাতির উদ্ভিদ, প্রায় ৫০ প্রজাতির স্তন্যপায়ী, ৫০ প্রজাতির সরীসৃপ, ৩২০ প্রজাতির পাখি, ৮ প্রজাতির উভচর প্রাণী এবং ৪০০ প্রজাতির মাছ। সুন্দরবনের স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে রয়েল বেঙ্গল টাইগার পৃথিবী বিখ্যাত। এ ছাড়া রয়েছে চিত্রা ও মায়া হরিণ, বানর, বনবিড়াল, লিওপার্ড, শজারু ও বন্য শূকর। এখানে রয়েছে বিচিত্র সব পাখি। সুন্দরবনের সরীসৃপের মধ্যে রয়েছে কুমির, সাপ ও টিকটিকিজাতীয় সরীসৃপ।

বাংলাদেশ সময়: ১২৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২৫
এমএস/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।