ঢাকা, মঙ্গলবার, ২৪ চৈত্র ১৪৩১, ০৮ এপ্রিল ২০২৫, ০৯ শাওয়াল ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

নাটোরের তিন উপজেলায় শিলাবৃষ্টি, ক্ষতির মুখে আম-লিচু আর রবিশস্য  

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৫ ঘণ্টা, এপ্রিল ৭, ২০২৫
নাটোরের তিন উপজেলায় শিলাবৃষ্টি, ক্ষতির মুখে আম-লিচু আর রবিশস্য
 

নাটোর: নাটোর সদর, বাগাতিপাড়া ও লালপুর উপজেলার বিভিন্ন স্থানে শিলাসহ বৃষ্টি হয়েছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কিছু কাঁচা ঘরবাড়ি।

এছাড়া মৌসুমি ফল আম-লিচুর মুকুল ঝড়ে গেছে, ক্ষতির মুখে পড়েছে রবিশস্যে।

রোববার (৬ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার পর হঠাৎ করে শিলাসহ বৃষ্টি শুরু হয়। কোথাও কোথাও বৃষ্টির চেয়ে শিলার মাত্রা বেশি দেখা যায়। আবার কোথাও ঝোড়ো হাওয়া, শিলাসহ বৃষ্টি হয়েছে।

এতে মৌসুমি ফল আম ও লিচুর অনেক কুঁড়ি/গুটি/মুকুল ঝরে গেছে। এ ছাড়া উঠতি গম, ভুট্টা ও কলার ব্যাপক ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন স্থানীয় কৃষকরা।

সদর উপজেলার হরিশপুর এলাকার কৃষক জালাল উদ্দিন বলেন, বিকেলে হঠাৎ করে শিলাবৃষ্টি শুরু হয়। আমার লিচু ও আম বাগানের ফলের ব্যাপক ক্ষতি হয়েছে। এখন ছোট ছোট কুঁড়ি বের হচ্ছিল, সেগুলো ঝরে গেছে।  

এমন ক্ষতি আরও অনেকেরই হয়েছে।

নাটোর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক (ডিডি) মো. হাবিবুর রহমান বাংলানিউজকে জানান, এসময়ে শিলাবৃষ্টি কৃষকদের জন্য অশনি সংকেত। কেননা এখন গাছে গাছে আম ও লিচুর মুকুল রয়েছে। মাঠে বিভিন্ন ধরনের রবিশস্য রয়েছে এবং বোরো ধানেও ফুল আসতে শুরু করেছে। এ অবস্থায় শিলাবৃষ্টি হলে ফসলের ক্ষতির শঙ্কা রয়েছে।

রোববারের শিলাবৃষ্টিতে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, তা নিরুপণ করা সম্ভব হয়নি। সোমবার (০৭ এপ্রিল) স্থানীয় উপ-সহকারী কৃষি কর্মকর্তারা ফসলের ক্ষতির তালিকা করবেন। এরপর ক্ষয়-ক্ষতির আসল তথ্য পাওয়া যাবে। তবে শিলাবৃষ্টির কারণে ফসলের সঙ্গে সঙ্গে বিভিন্ন এলাকার কাঁচা ঘরবাড়ির টিনের চালাও ক্ষতিগ্রস্ত হয়েছে।

বাংলাদেশ সময়: ১০২৪ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০২৫
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।