ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

পরিবেশ ও জীববৈচিত্র্য

চরভদ্রাসনে বড়শিতে ধরা পড়ল ৪২ কেজির বাঘাইড়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:২০, জুন ২৯, ২০২৫
চরভদ্রাসনে বড়শিতে ধরা পড়ল ৪২ কেজির বাঘাইড় মহাবিপন্ন বিশাল এক বাঘাইড়। 

ফরিদপুর: ফরিদপুরের চরভদ্রাসনে পদ্মা নদীতে এক জেলের বড়শিতে ধরা পড়েছে প্রায় ৪২ কেজি ওজনের মহাবিপন্ন বিশাল এক বাঘাইড় মাছ।  

রোববার (২৯ জুন) সকালে উপজেলার চর হাজিগঞ্জ বাজারে আনলে স্থানীয় প্রায় ১৮ জন মিলে ৬২ হাজার টাকায় কিনে নেন মাছটি।

এরপর তারা ১৮ ভাগে সেই মাছ কেটে নেন।

এর আগে শনিবার (২৮ জুন) ভোরে চরভদ্রাসন উপজেলার হাজার বিঘার চর এলাকার আদু শেখের বড়শিতে এই বাঘাইড়টি ধরা পড়ে।

স্থানীয় ও জেলেরা জানান, পদ্মা নদীতে পানি বাড়ছে। ইদানিং জেলেদের জালে রুই, কাতলা, পাঙ্গাস ও বড় বোয়াল মাছ ধরা পড়ছে। জেলে আদু শেখসহ অনেকে শনিবার রাতে হাজার বিঘা এলাকার পদ্মা নদীতে মাছ শিকারে বড়শি ফেলেন। শেষ রাতের দিকে আদু শেখের বড়শিতে এই মাছটি আটকা পড়ে। পরে বাঘাইড়টি টেনে নৌকায় তুলে সকালে বিক্রি জন্য চর হাজিগঞ্জ বাজারে নিয়ে আসেন।

এদিকে বিশাল বাঘাইড় ধরা পড়ার খবর ছড়িয়ে পড়লে বাজারে ভিড় করেন উৎসুক অনেকে। আড়তে বিক্রির জন্য নিলামে তোলা হলে সর্বোচ্চ দরদাতা হিসেবে ১৮ জন ভাগিদার মিলে মাছটি কিনে নেন।

মাছ ক্রয় করা ব্যক্তিদের একজন মো. বাবুল শেখ জানান, মাছটি বিক্রির জন্য আড়তে নিলামে তোলা হয়। মাছের ওজন প্রায় ৪২ কেজি। সর্বোচ্চ দরদাতা হিসেবে তারা ৬২ হাজার টাকায় কেনেন মাছটি। এত বড় বাঘাইড় মাছ এ বছর এই এলাকায় প্রথম ধরা পড়েছে বলে জানান তিনি।

ফরিদপুর জেলা মৎস্য কর্মকর্তা প্রশান্ত কুমার বলেন, খাবারের খোঁজে বা প্রজনন মৌসুম হওয়ায় বাঘাইড় জেলেদের জালে ধরা পড়ছে। বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে বাঘাইড় শিকার ও বিক্রি আইনত দণ্ডনীয় অপরাধ হলেও মৎস্য সংরক্ষণ আইনে এমনটি নেই। বড় মাছ হলে জেলেরা ধরতে পারবে। জাটকাসহ কিছু ছোট মাছ ধরার বিষয়ে আমাদের অভিযান চলে এবং আমরা সেগুলো তদারকি করি। তবে বড় মাছ ধরার ক্ষেত্রে আমরা কোনো পদক্ষেপ নিতে পারি না।

এএটি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।