ঢাকা: উপকূলীয় জনগোষ্ঠীর জীবন-জীবিকা, স্বাস্থ্য, শিক্ষাসহ অন্যান্য সংকটের বিষয়গুলো জাতীয়ভাবে তুলে ধরতে অগ্রাধিকার প্রয়োজন বলে দাবি করেছেন ব্র্যাক ইউনির্ভাসিটির উপ-উপাচার্য অধ্যাপক সামদানি ফকির।
সোমবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে “জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় উপকূলীয় জনগোষ্ঠীর টেকসই জীবকায়নে মিডিয়ার ভূমিকা” শীর্ষক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান।
তিনি বলেন, “উপকূলীয় জনগোষ্ঠীর অন্যান্য বিষয়গুলো অগ্রাধিকার ভিত্তিতে গণমাধ্যমে তুলে ধরা প্রয়োজন। এ সব সংকট উত্তরণে সামাজিক দায়বদ্ধতার কারণে মিডিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ”
তিনি বলেন, “উপকূলীয় এলাকার একেক অঞ্চলের সংকট একেক রকম। তাই, কমিউনিটি ধরে সরকারকে উন্নয়ন পরিকল্পনা নিতে হবে। ”
জাতীয় প্রেসক্লাব ও এডিডি ইন্টারন্যাশনাল যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
জাতীয় প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন সবুজের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন এডিডি ইন্টারন্যাশনালের ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর গোলাম মোস্তফা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক সিরাজুল ইসলাম, জাতীয় প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাদের গনি চৌধুরী, বাংলাদেশ পরিবেশ সাংবাদিক ফোরামের চেয়ারম্যান কামরুল ইসলাম চৌধুরী প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৮০৮ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৩
এআই/সম্পাদনা: জনি সাহা, নিউজরুম এডিটর