ঢাকা, বৃহস্পতিবার, ২০ চৈত্র ১৪৩১, ০৩ এপ্রিল ২০২৫, ০৪ শাওয়াল ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

দাঁতের জন্য হত্যা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৩ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৩
দাঁতের জন্য হত্যা

ঢাকা: বন্যপ্রাণী রক্ষায় গঠিত আন্তর্জাতিক এক সংগঠন জানিয়েছে, দাঁত সংগ্রহের জন্য গত কয়েক সপ্তাহে দক্ষিণ-পূর্ব ক্যামেরুনে বিলুপ্তপ্রায় ২৮টি বন্যহাতি হত্যা করেছে শিকারীরা।

সংগঠনটি জানায় এশিয়ার দেশগুলোতে বিশেষ করে চীনে হাতির দাঁতের চাহিদা বৃদ্ধি পাওয়ায় গত কয়েক দশকে আফ্রিকায় প্রায় ৬২ শতাংশ হাতি কমে গিয়েছে।



শিকারীরা আজকাল হাতি শিকার করতে আধুনিক অস্ত্র যেমন-একে৪৭ ব্যবহার করছে।

এশিয়ার কালোবাজারগুলোতে হাতি দাঁত প্রতি কেজি কয়েক শত ডলার দামে বিক্রি হয়ে থাকে আর চীনে গহনা তৈরিতে এ দাঁত ব্যবহৃত হয়।

সম্প্রতি বন্যপ্রাণী রক্ষায় ক্যামেরুন সরকার বেশকিছু সেনা হেলিকপ্টার এবং ৬০০ সেনা মোতায়েন করেছে।

এদিকে বাংলাদেশের বান্দরবান, কক্সবাজার, চট্টগ্রাম এবং শেরপুরেও দুর্বৃত্তরা দাঁতের জন্য বন্যহাতি হত্যা করে যাচ্ছে। এ সব কারণে আমাদের দেশে হাতির অস্তিত্ব বর্তমানে বিলুপ্তপ্রায়।

বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৩
সম্পাদনা: আবুল কালাম আজাদ, নিউজরুম এডিটর/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।