ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

রোববার পূর্ণ সূর্যগ্রহণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৮ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৩

ঢাকা: আগামী রোববার বাংলাদেশ সময় বিকেল চারটা চার মিনিট ২৪ সেকেন্ডে পূর্ণ সূর্যগ্রহণ শুরু হয়ে রাত নয়টা ২৮ মিনিট ৩০ সেকেন্ডে শেষ হবে।

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ তথ্য জানায়।



জনসংযোগ পরিদপ্তর জানায়, বাংলাদেশ সময় বিকেল পাঁচটা পাঁচ মিনিট ১৮ সেকেন্ডে শুরু হয়ে রাত আটটা ২৭ মিনিট ৪২ সেকেন্ডে কেন্দ্রীয় গ্রহণ শেষ হবে।

সন্ধ্যা ছয়টা ৪৬ মিনিট ৩০ সেকেন্ডে সর্বোচ্চ গ্রহণ ঘটবে। গ্রহণের সর্বোচ্চ মাত্রা হবে ১.০১৭ এবং এর স্থায়িত্ব হবে এক মিনিট ৪৫ সেকেন্ড।

এন্টিগুয়া ও বারবুডা দ্বীপের উত্তর-পূর্ব দিকে ক্যারিবিয় সাগরে ৩ নভেম্বর ২০১৩ স্থানীয় সময় সকাল ছয়টা ১১ মিনিট চার সেকেন্ডে গ্রহণ শুরু হয়ে আফ্রিকা মহাদেশের আলজেরিয়ার মেচেরিয়া শহরের উত্তর-পূর্ব দিকে স্থানীয় সময় দুপুর দুইটা ৫১ মিনিট ৪২ সেকেন্ডে গ্রহণ শেষ হবে।

৩ নভেম্বর স্থানীয় সময় সকাল ছয়টা ২০ মিনিট ১৬ সেকেন্ডে কেন্দ্রীয় গ্রহণ শুরু হয়ে আফ্রিকা মহাদেশের সোমালিয়ার গ্যালকাও শহরের দক্ষিণ-পশ্চিম দিকে স্থানীয় সময় বিকাল পাঁচটা ৩৬ মিনিট ২৪ সেকেন্ডে শেষ হবে।

একইদিন আফ্রিকা মহাদেশের লাইবেরিয়ার গ্রিনভিল শহরের দক্ষিণ-পশ্চিম দিকে উত্তর আটলান্টিক মহাসাগরে স্থানীয় সময় বেলা ১১ টা ৫৯ মিনিট ৪৩ সেকেন্ডে সর্বোচ্চ গ্রহণ ঘটবে।

শুধুমাত্র এ স্থানেই পূর্ণ গ্রহণের সর্বোচ্চ মাত্রা হবে ১.০১৭ এবং এর স্থায়ীত্ব হবে ১ মিনিট ৪৫ সেকেন্ড।

তবে বাংলাদেশ থেকে এ সূর্যগ্রহণ দেখা যাবে না।

বাংলাদেশ সময়: ১২৪২ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৩
বিজ্ঞপ্তি/এটি/টিকে/আরকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।