ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

দৃক গ্যালারিতে প্রজাপতি প্রদর্শনী ৮ নভেম্বর

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৮ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৩
দৃক গ্যালারিতে প্রজাপতি প্রদর্শনী ৮ নভেম্বর

ঢাকা: থেকে রাজধানীর ধানমন্ডির দৃক গ্যালারিতে শুরু হচ্ছে সপ্তাহব্যাপী প্রজাপতি প্রদর্শনী। ‘ছবি দেখে শেখা: বাটারফ্লাইজ অব বাংলাদেশ, ইনভেন্টরি সেকেন্ড ফেইজ’ শীর্ষক এ প্রদর্শনীটির আয়োজন করেছে বাটারফ্লাই ইনভেন্টরি টিম।



৮ নভেম্বর শুরু হয়ে প্রদর্শনী চলবে ১৪ নভেম্বর পর্যন্ত।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন আইইউসিএন বাংলাদেশ-এর কান্ট্রি রিপ্রেজেনটেটিভ ইশতিয়াক উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে থাকবেন এইচএসবিসি বাংলাদেশ-এর চিফ ফাইন্যান্সিয়াল অফিসার স্টিফেন জন বল।

বাংলাদেশের ৬৪ প্রজাতির প্রজাপতির ৮২টি ছবি প্রদর্শিত হবে এই প্রদর্শনীতে। এছাড়াও মোড়ক উন্মোচন করা হবে ‘বাটারফ্লাইজ অব বাংলাদেশ: ইনভেন্টরি সেকেন্ড ফেইজ’ নামক প্রজাপতি বিষয়ক একটি বইয়ের।

প্রদর্শনীটি সফল করতে আর্থিক সহযোগিতা করছে হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং করপোরেশন লিমিটেড, বাংলাদেশ (এইচএসবিসি)।  

সবার জন্য উন্মুক্ত এ প্রদর্শনী প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত দৃক গ্যালারিতে চলবে।

বাংলাদেশ সময়: ১৮১৭ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৩
এমএনএনকে/এএ/জিসিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।