ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

রাজশাহীতে খাঁচার পাখি উড়লো আকাশে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৩ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৩
রাজশাহীতে খাঁচার পাখি উড়লো আকাশে

রাজশাহী: রাজশাহীতে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের উদ্যোগে ৫টি সবুজ টিয়া ৩টি তিলা ঘুঘু, ৩টি তিলা মুনিয়া ও ২টি শালিকসহ ১৩টি দেশীয় প্রজাতির পাখি উদ্ধারের পর অবমুক্ত করা হয়েছে।

শহরের বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কার্যালয় চত্বরে বুধবার দুপুরে পাখিগুলো অবমুক্ত করা হয়।



বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ গত ৭ নভেম্বর রাজশাহীর চারঘাট উপজেলার বিভিন্ন স্থানে অবৈধভাবে বন্যপ্রাণী ক্রয়-বিক্রয়, শিকার, পাচার প্রতিরোধে অভিযান চালায়।

এসময় বিক্রেতারা তাদের পাখিসহ খাঁচা ফেলে পালিয়ে যায়। পরে পাখিগুলো জব্দ ও অবমুক্ত করা হয়।

বিভাগীয় বন কর্মকর্তা মোল্যা রেজাউল করিম, প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ড. সফিউর রহমান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক এ টি এম নাদেরুজ্জামান, জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা শরিফুজ্জামান, ফরেস্টার আশরাফুল ইসলাম, বীরেন্দ্র নাথ রায় ও আমজাদ হোসেন এসময় উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০২১ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৩
এসএস/এএ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।