ঢাকা, বুধবার, ২৭ কার্তিক ১৪৩১, ১৩ নভেম্বর ২০২৪, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

রাবিতে পাখি অবমুক্ত

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩১ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৩
রাবিতে পাখি অবমুক্ত

রাবি: বাংলাদেশ সরকারের বণ্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, রাজশাহীর উদ্যোগে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে পাখি অবমুক্ত করা হয়েছে।

শনিবাপর দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনের সামনের চত্বরে পাখিগুলো অবমুক্ত করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মুহম্মদ মিজানউদ্দিন।



এ সময় অন্যান্যদের মধ্যে বিভাগীয় বন কর্মকর্তা মোল্যা রেজাউল করিম, জীববৈচিত্র সংরক্ষণ কর্মকর্তা মো. শরিফুজ্জামান, রাবি প্রাণীবিদ্যা বিভাগের প্রফেসর সেলিনা পারভীন, প্রফেসর আমিনুজ্জামান মো. সালেহ রেজা, ছাত্র-উপদেষ্টা প্রফেসর মো. ছাদেকুল আরেফিন, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. ইলিয়াছ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

অবমুক্ত করা পাখিগুলোর মধ্যে অন্যতম হচ্ছে সবুজ টিয়া, লাল মাথা টিয়া, তিলা ঘুঘু, তিলা মুনিয়া, কালো মাথা মুনিয়া, চান্দিঠোঁট মুনিয়া।

এছাড়া একই সময়ে প্রাণীবিদ্যা বিভাগের গবেষণা পুকুরে বিরল প্রজাতির একটি কাছিমও অবমুক্ত করা হয়।

বাংলাদেশ সময়: ১৫২১ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৩
এসআর/এসআরএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।