ঢাকা, শুক্রবার, ২৫ আশ্বিন ১৪৩১, ১১ অক্টোবর ২০২৪, ০৭ রবিউস সানি ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

চরফ্যাশনে হরিণ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৫ ঘণ্টা, মার্চ ২২, ২০১৬
চরফ্যাশনে হরিণ উদ্ধার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ভোলা: ভোলার চরফ্যাশন উপজেলায় আহত অবস্থায় একটি হরিণ উদ্ধার করা হয়েছে।

রোববার (২০ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার চর কচ্ছপিয়া এলাকা থেকে হরিণটি উদ্ধার করেন স্থানীয়রা।



পরে বিকেলে চর মানিকা ইউনিয়নের চর ইসলাম এলাকায় হরিণটি অবমুক্ত করা হয়।

বন বিভাগ সূত্র জানায়, সকালে চর কচ্ছপিয়ায় আহত হরিণটি দেখতে পেয়ে স্থানীয়রা উদ্ধার করে। পরে খবর পেয়ে বন বিভাগের কর্মকর্তারা গিয়ে হরিণের প্রাথমিক চিকিৎসা দেয়। পরে হরিণটি সুস্থ হলে বিকেলে সংরক্ষিত বনে অবমুক্ত করা হয়।

৩ ফুট উচ্চতা বিশিষ্ট হরিণটি শিকারির হাতে আহত হয়ে বনে থেকে লোকালয়ে চলে এসেছিল বলে স্থানীয়দের ধারণা।

ভোলার বিভাগীয় বন কর্মকর্তা রুহুল আমিন বাংলানিউজকে জানান, হরিণটি দূর্বল হয়ে পড়েছিল। চিকিৎসা শেষে বনে অবমুক্ত করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১১২ ঘণ্টা, মার্চ ২০, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।