ঢাকা, মঙ্গলবার, ২৭ কার্তিক ১৪৩১, ১২ নভেম্বর ২০২৪, ১০ জমাদিউল আউয়াল ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

বন্যপ্রাণী অবমুক্ত করে শ্রীমঙ্গলে পরিবেশ দিবস পালন

এনভায়রনমেন্ট স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩১ ঘণ্টা, জুন ৫, ২০১৬
বন্যপ্রাণী অবমুক্ত করে শ্রীমঙ্গলে পরিবেশ দিবস পালন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

শ্রীমঙ্গল (মৌলভীবাজার): বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণী অবমুক্ত করার মধ্য দিয়ে শ্রীমঙ্গলে পালন করা হলো বিশ্ব পরিবেশ দিবস।

রোববার (৬ জুন) বিকেলে বিজিবি শ্রীমঙ্গল সেক্টরের সেক্টর কমান্ডার কর্ণেল জাকির হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে লাউয়াছড়া বনে বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণী অবমুক্ত করেন।

বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন এর আয়োজন করে।

এদিন তিনটি ভাইপার সাপ, একটি লজ্জাবতি বানর, একটি বাদামি বানর, একটি মেছোবাঘ, ও একটি গন্ধগকুল লাউয়াছড়া বনে ছেড়ে দেওয়া হয়।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজিবি ৪৬ ব্যাটালিয়ানের মেজর মাহমুদ, বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান সিতেশ রঞ্জন দেব, বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষক বিভাগের সহকারী বন্য সংরক্ষক (এসিএফ) তবিবুর রহমান, সমাজসেবক ডা. হরিপদ রায়, আয়োজক সংগঠনের পরিচালক সজল দেব।

সব শেষে লাউয়াছড়ায় বটবৃক্ষ রোপণ করে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, জুন ০৫, ২০১৬
বিবিবি/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।