ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

বন্যপ্রাণী সংরক্ষণে নতুন বিষয়গুলো অন্তর্ভুক্তকরণে আলোচনা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪০ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৬
বন্যপ্রাণী সংরক্ষণে নতুন বিষয়গুলো অন্তর্ভুক্তকরণে আলোচনা

শ্রীমঙ্গল (মৌলভীবাজার): বন্যপ্রাণী সংরক্ষণে নতুন বিষয়গুলো অন্তর্ভুক্তকরণের লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তারা তাদের অভিজ্ঞতা নির্ভর বক্তব্য উপস্থাপন করেন।


 
সোমবার (১৮ জুলাই) কমলগঞ্জ উপজেলার হীন বাংলাদেশ সম্মেলন কেন্দ্রে বন বিভাগের উদ্যোগে সকালে এ অনুষ্ঠান শুরু হয়ে দুপুর দেড়টায় পর্যন্ত চলে।
 
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মিহির কুমার দো।
 
এছাড়াও উপস্থিত ছিলেন সহকারী বন সংরক্ষক (এসিএফ) তবিবুর রহমান, রেঞ্জ কর্মকর্তা সাহেব আলী, বিট অফিসার রেজাউল করিম প্রমুখ।
 
ক্রিয়েটিভ কনজারভেশন অ্যালায়েন্সের পক্ষে উপস্থিত ছিলেন প্রধান গবেষক শাহরিয়ার সিজার রহমান, প্রাণী গবেষক প্রফেসর আলী রেজা, প্রোগ্রাম কো-অর্ডিনেটর আসিফ ইবনে ইউসুফ, প্রোগ্রাম ম্যানেজার মো. মুজাফফর ফয়সাল, ভলেনটিয়ার মাশিয়াত তমরি প্রমুখ।
 
বিদেশি বন্যপ্রাণী বিশেষজ্ঞসহ স্বেচ্ছাসেবকরাও আলোচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৬
বিবিবি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।