বুধবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিজিবি বিষয়টি জানায়। এর আগে দুপুরে উপজেলার ধর্মঘর ইউনিয়নের মালঞ্চপুর এলাকা থেকে তক্ষকটি উদ্ধার করা হয়।
৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. সাজ্জাদ হোসেন বাংলানিউজকে জানান, দুপুর সাড়ে ১২টার দিকে মালঞ্চপুর এলাকায় বিজিবির টহল দল দেখে একটি ব্যাগ ফেলে রেখে পাচারকারীরা পালিয়ে যায়। পরে বিজিবি ওই ব্যাগ উদ্ধার করে তাতে তক্ষকটি পায়।
তিনি আরো জানান, বিজিবি সদস্যরা তক্ষকটি চুনারুঘাট উপজেলার জাতীয় উদ্যান সাতছড়ির বন কর্মকর্তাদের কাছে হস্তান্তর করেছে।
সাতছড়ির রেঞ্জ কর্মকর্তা মাহমুদ হোসেন বাংলানিউজকে জানান, দুপুরেই তক্ষকটি বনে ছেড়ে দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ২০১৭ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১৭
এসআই