রোববার (১২ মার্চ) কমলগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের ভেড়াছড়া গ্রামের দুবাইপ্রবাসী সালামতের বাড়ির উঠান থেকে ১০৫ টুকরা (৩১ দশমিক ৩১ ঘটফুট) বনাক চেরাই কাঠ জব্দ করে বন্যপ্রাণি ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষক বিভাগ।
এ সময় বনবিভাগের লোকজন ছাড়াও বিজিবি ৪৬ ব্যাটালিয়ানের সদস্যরাও উপস্থিত ছিলেন।
সহকারী বন সংরক্ষক (এসিএফ) তবিবুর রহমান বাংলানিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভেড়াছড়া গ্রামের সালামতের বাড়ির উঠানে থেকে এই ১০৫টি কাঠ জব্দ করা হয়। এই এলাকাটি আমাদের সামাজিক বনায়নের জন্য সংরক্ষিত। এ ব্যাপারে বন আইনে একটি মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।
বাংলাদেশ সময়: ০২০০ ঘণ্টা, মার্চ ১২, ২০১৭
বিবিবি/এসএইচ