ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

বড়াইগ্রামে মেছো বাঘকে পিটিয়ে হত্যা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৮ ঘণ্টা, মে ৪, ২০১৭
বড়াইগ্রামে মেছো বাঘকে পিটিয়ে হত্যা মেছো বাঘকে পিটিয়ে হত্যা-ছবি: বাংলানিউজ

নাটোর: নাটোরের বড়াইগ্রামে একটি মেছো বাঘের আক্রমণে আব্দুস সালাম (৪৬) নামে এক ব্যক্তি আহত হয়েছেন। এ ঘটনায় মোছো বাঘটিকে পিটিয়ে হত্যা করেছে এলাকাবাসী।

বৃহস্পতিবার (৪ মে) সকাল ১০টার দিকে উপজেলার গোয়ালফা গ্রামে এ ঘটনা ঘটে। আহত আব্দুস সালাম ওই গ্রামের জসিম উদ্দিনের ছেলে।

বড়াইগ্রাম থানার উপ পরিদর্শক (এসআই) লিটন সাহা বাংলানিউজকে জানান, সকালে গোয়ালফা গ্রামের বাঘমাড়া বিলের পাড়ে বাঘটিকে দেখতে পান স্থানীয়রা। পরে তারা মাছ ধরার জাল দিয়ে বাঘটিকে আটক করেন। এসময় জালের ভেতর থেকে বাঘটি তর্জন-গর্জন করতে থাকে। একপর্যায়ে বাঘের আক্রমণে আব্দুস সালাম নামে এক ব্যক্তি জখম হন।

পরে বাঘটিকে জাল থেকে বের করে লোহার শিকল দিয়ে বাধার চেষ্টা করা হয়। এসময় বাঘটি পুনরায় আক্রমণ করতে গেলে স্থানীয়রা আত্মরক্ষার্থে বাঘটিকে পিটিয়ে হত্যা করেন।

বিষয়টি বন ও প্রাণিসম্পদ বিভাগকে জানানো হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৭৪৬ ঘণ্টা, মে ০৪, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।