ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

লাউয়াছড়াতে পিষ্ট হলো ‘রঙ্গীলা গেছো সাপ’

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪১ ঘণ্টা, মে ২১, ২০১৭
লাউয়াছড়াতে পিষ্ট হলো ‘রঙ্গীলা গেছো সাপ’ গাড়ির চাকায় পিষ্ট রঙ্গীলা গেছো সাপ, ছবি: বাংলানিউজ

মৌলভীবাজার: লাউয়াছড়া জাতীয় উদ্যানে গাড়ির চাকায় পিষ্ট হয়ে মারা গেল রঙ্গীলা গেছো সাপ (Bronzeback Tree Snake)।

শনিবার (২০ মে) বিকেলে রাস্তা পারাপারের সময় বাগমারা এলাকায় দুর্ঘটনায় পড়ে সাপটি মারা যায়।  

বাংলানিউজের জন্য এ ছবিটি ধারণকারী নাম প্রকাশে অনিচ্ছুক ওই প্রত্যক্ষদর্শী বলেন, দ্রুতগামী সিএনজি অটোরিকশার চাকার নিচে পড়ে সাপটি মরেছে।

 

ক্রিয়েটিভ কনজারভেশন অ্যালায়েন্সের প্রধান নির্বাহী সরীসৃপ এবং প্রাণী বিশেষজ্ঞ শাহরিয়ার সিজার রহমান বাংলানিউজকে বলেন, রঙ্গীলা গেছো সাপ ‘কমন’ সাপ। বাংলাদেশের রঙিন সাপগুলোর মধ্যে একটি। প্রধানত এরা গাছে গাছে ঘুরে বেড়ায়। খোঁড়লের মধ্যে বসবাস করে। ব্যাঙ খায়। এরা নির্বিষ সাপ।  

তিনি আরো বলেন, এভাবে প্রায়ই লাউয়াছড়ায় আমাদের বন্যপ্রাণীগুলো চলন্তগাড়ির চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারাচ্ছে। এ ব্যাপারে প্রয়োজন উদ্যোগ গ্রহণ না হলে বন্যপ্রাণীদের অস্তিত্ব আরো হুমকির মুখে পড়বে।  

বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, মে ২১, ২০১৭
বিবিবি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।