ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

কুষ্টিয়ায় বনবিড়াল উদ্ধার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৭ ঘণ্টা, মে ৩১, ২০১৭
কুষ্টিয়ায় বনবিড়াল উদ্ধার বনবিড়াল

কুষ্টিয়া: কুষ্টিয়ার মিরপুর উপজেলায় একটি বনবিড়ালকে উদ্ধার করেছে এলাকাবাসী।

বুধবার (৩১ মে) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার আবুরী মাঠপাড়া থেকে এটি উদ্ধার করা হয়।

এদিকে, বনবিড়াল আটকের পর পুরো এলাকায় বাঘ আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে বনবিড়ালটিকে উদ্ধার করে।

কাকিলাদহ ক্যাম্পের ইনচার্জ জালাল উদ্দিন বাংলানিউজকে জানান, সকালে এলাকাবাসী বাঘ ধরেছে, এমন খবর পেয়ে সেখানে গিয়ে দেখি একটি বাঘ সদৃশ্য একটি প্রাণী। এসময় প্রাণীটিকে উদ্ধার করে ক্যাম্পে রাখা হয়। পরে বনবিভাগকে খবর দিলে তারা এলে তাদের কাছে হস্তান্তর করা হয়।

মিরপুর উপজেলা ফরেস্ট অফিসার মোরশেদ আলী বাংলানিউজকে জানান, এটি বাঘ নয়। এটি একটি মেছো বনবিড়াল। বিকেল সাড়ে ৫টার দিকে এটিকে কাকিলাদহ গোরস্থানের পাশে অবমুক্ত করেছি। এ নিয়ে সাধারণ মানুষের আতঙ্কিত হওয়ার কিছু নেই।

বাংলাদেশ সময়: ২০৫৬ ঘণ্টা, মে ৩১, ২০১৭
আরবি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।