ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

পোলাও চালের মতো গন্ধ ছড়ায় ‘গন্ধগোকুল’

বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন, ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৪৬ ঘণ্টা, জুলাই ১১, ২০১৭
পোলাও চালের মতো গন্ধ ছড়ায় ‘গন্ধগোকুল’ সংকটাপন্ন প্রাণী গন্ধগোকুল, ছবি: তানিয়া খান

মৌলভীবাজার: কাঠবিড়ালির মতো হঠাৎ ডাল-পাতার ফাঁকে উঁকি দিয়েই উধাও হয়ে য‍ায় প্রাণীটি। গাছের শাখায় বিচরণ করে বলে হঠাৎ কিছু নড়ে উঠতে দেখলেই নিচে থেকে দেখা মানুষগুলো তাকে কাঠবিড়ালি বলে ভুল করে। তবে ধৈর্য ধরে ভালোভাবে তাকালে বোঝা যায় আসলে সেটি কাঠবিড়ালি নয়, অন্য কোনো প্রাণী। সাধারণ মানুষ কম চেনে বলেই ‘অন্য কোনো প্রাণী’ বলে এদের।

সিলেটের বনাঞ্চলগুলোর ডালে ডালে ঘুরে বেড়ানো এ বিপন্ন প্রাণীটি আসলে ‘গন্ধগোকুল’। গন্ধগোকুলের ইংরেজি নাম Asian Palm Civet এবং বৈজ্ঞানিক নাম Paradoxurus hermaphroditus।



মূলত পল্লী কবিরাজদের কারণেই আজ ‘বিপন্ন’ গন্ধগোকুল। চিকিৎসার কথা বলে দীর্ঘদিন ধরে মূল্যবান এ প্রাণীটির সর্বনাশ ডেকে আনছেন তারা। গন্ধগোকুল তেলসহ এর নানা উপাদানের কথা বলে মানুষকে বোকা বানিয়ে হাতিয়ে নিচ্ছেন কষ্টার্জিত অর্থ।    

বাংলাদেশের প্রখ্যাত বন্যপ্রাণী গবেষক ও লেখক এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের প্রফেসর ড. মনিরুল খান বাংলানিউজকে বলেন, গন্ধগোকুল যেদিক দিয়ে যায় সেদিক দিয়ে পোলাওয়ে ব্যবহৃত কালিজিরা, চিনিগুঁড়া চালের মতো কিছুটা গন্ধ বের হতে থাকে। এর ঘ্রাণগ্রন্থি থেকে এই গন্ধ নিঃসরিত হয় বলে এর নাম হয়েছে গন্ধগোকুল। এরা মাঝারি আকারের স্তণ্যপায়ী প্রাণী। সর্বভুক ও নিশাচর। দৈর্ঘ্য প্রায় ১০০ থেকে ১২০ সেন্টিমিটার। এর মধ্যে দীর্ঘ লেজের দৈর্ঘ্যই প্রায় ৪৮ সেন্টিমিটার।

সংকটাপন্ন প্রাণী গন্ধগোকুল, ছবি: তানিয়া খানকবিরাজদের কথা উল্লেখ করে তিনি বলেন, অনেক কবিরাজ এই মূল্যবান প্রাণীকে হত্যা করে তার শরীরের বিভিন্ন অংশ দিয়ে নিজস্ব পথ্য বানিয়ে গ্রামের সহজ-সরল মানুষকে বোকা বানিয়ে আসছে। আসলে এর কোনো বিজ্ঞানসম্মত নির্ভুল ব্যাখ্যা নেই। আর এভাবেই এ প্রাণীটি আজ বিপন্ন তালিকায় চলে এসেছে।

এর খাদ্যতালিকা সম্পর্কে ড. মনিরুল বলেন, গন্ধগোকুল সর্বভুক প্রাণী। তবে খাবারের তালিকায় রয়েছে আবাদি ও প্রাকৃতিকভাবে উৎপাদিত রসালো ফল। বন উজাড়সহ বনে প্রাচীন গাছপালা ধ্বংস হওয়ায় এরাও মারাত্মকভাবে ঝুঁকিপূর্ণ। দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে এদের পাওয়া যায়।

আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘ (আইইউসিএন) গন্ধগোকুলকে ‘বিপন্ন’ তালিকাভুক্ত করেছে বলে জানান দেশের এই প্রখ্যাত বন্যপ্রাণী গবেষক।


বাংলাদেশ সময়: ১০৪০ ঘণ্টা, জুলাই ১১, ২০১৭
বিবিবি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।