বৈরী আবহাওয়ার কারণে জনজীবন স্থবির হয়ে পড়েছে। সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদফতর।
খুলনা আঞ্চলিক আবহাওয়া অফিসের সিনিয়র আবহাওয়াবিদ আমিরুল আজাদ বাংলানিউজকে বলেন, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে ঝড়ো হাওয়ার সঙ্গে হালকা ও মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। যা মঙ্গলবার পর্যন্ত চলবে।
তিনি জানান, রোববার বেলা ৩টা থেকে সোমবার সকাল ৯টা পর্যন্ত ২৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। মংলা, চট্টগ্রাম, কক্সবাজার ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
মংলা বন্দর কর্তৃপক্ষের সহকারী হারবার মাস্টার সরোয়ার হোসেন বাংলানিউজকে বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বঙ্গোপসাগর উত্তাল রয়েছে। মংলা বন্দরে কার্যক্রম স্বাভাবিক রয়েছে। ৩ নম্বর সংকেত পর্যন্ত বন্দরে কার্যক্রম চলে। ৪ নম্বর হলে কাজ বন্ধ করে দেওয়া হয়।
এদিকে বৃষ্টি আমন ধানের জন্য ভালো হলেও শীতকালীন শাকসবজির ফলনের ক্ষতি হতে পারে বলে আশঙ্কা করছেন কৃষকেরা।
বাংলাদেশ সময়: ১০২৬ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০১৭
এমআরএম/আরআর