সোমবার (১৬ অক্টোবর) রাত ৮টায় উপজেলার বনগাঁও গ্রামের জনৈক শাহাব উদ্দিন বানরটিকে ধরে বস্তাবন্দি করেন।
শাহাব উদ্দিন জানান, বানটিকে ধরে তিনি বস্তাবন্দি করে মৌলভীবাজার বন্যপ্রাণী রেঞ্জে ফোন করে বিষয়টি জানান।
এসিএফ তবিবুর রহমান বাংলানিউজকে বলেন, লজ্জাবতী বানর নিশাচর ও বৃক্ষবাসী প্রাণী। এরা খুব ধীরগতিতে একা অথবা জোড়ায় চলাচল করে থাকে। উঁচু গাছের ডাল বা বড় গাছের কোনো গর্ত কিংবা অন্ধকারাচ্ছন্ন স্থান সর্বদাই তাদের প্রিয়।
তিনি আরো বলেন, আগে মানুষ বন্যপ্রাণী পেলে অনেক সময় মেরে ফেলতো। কিন্তু এখন মানুষ অনেক সচেতন। এখন মানুষ আর বন্যপ্রাণী প্রাণে না মেরে আমাদের বন্যপ্রাণী বিভাগকে খবর দেয়। এ বিষয়টি জীববৈচিত্র্যের জন্য সত্যিই উল্লেখযোগ্য একটি দিক।
বাংলাদেশ সময়: ০১৪৯ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৭
এনটি