ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

কাপ্তাইয়ে ১০ ফুট লম্বা অজগর উদ্ধার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৮ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৭
কাপ্তাইয়ে ১০ ফুট লম্বা অজগর উদ্ধার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাঙামাটি: রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা মিশন এলাকা থেকে ১০ ফুট লম্বা একটি অজগর স্থানীয়দের হাতে ধরা পড়েছে।

বুধবার (১ নভেম্বর) বিকেলে চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তা বিজয় মার্মার বাস ভবনের সামনে থেকে অজগরটি ধরে স্থানীয়রা।

স্বাস্থ্য কর্মকর্তা বিজয় মার্মা বাংলানিউজকে জানান, বিকেলে তার বাস ভবনের পাশে বাঁশ ঝাড়ে ছেলে জীতেন মার্মা অজগরটিকে দেখতে পায়।

পরে তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে কৌশলে অজগরটি ধরে ফেলে। পরে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তারিকুল আলমকে এ বিষয়ে অবগত করেন।   ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কমইউএনও তারিকুল আলম বাংলানিউজকে জানান, সন্ধ্যায় অজগরটি কাপ্তাই বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।

বাংলাদেশ সময়: ১৮৫৬ ঘণ্টা, নভেম্বের ০১, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।