ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

মঠবাড়িয়ায় আটক অজগর মাঝের চরে অবমুক্ত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৭ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৭
মঠবাড়িয়ায় আটক অজগর মাঝের চরে অবমুক্ত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

পিরোজপুর: পিরোজপুরের মঠবাড়িয়ায় গ্রামবাসীর হাতে আটক নয় ফুট দৈর্ঘ্যের একটি অজগর সাপ বন বিভাগের কর্মকর্তারা উদ্ধার করে বলেশ্বর নদের মাঝের চরে অবমুক্ত করেছে।

মঙ্গলবার (১৪ নভেম্বর) বিকেলে অজগরটিকে অবমুক্ত করা হয়।

বন বিভাগ সূত্রে জানা যায়, সকালে সাপলেজা গ্রামের আব্বাস মিয়া তার মুরগির খামারে একটি অজগর দেখতে পান।

পরে তিনি লোকজন নিয়ে সাপটিকে ধরে বন বিভাগে খবর দেন। বিকেলে বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে এসে অজগরটিকে উদ্ধার করে মাঝের চরে অবমুক্ত করেন।
 
উপজেলা বন কর্মকর্তা আবদুস সালাম বাংলানিউজকে বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে অজগরটিকে মাঝের চরে অবমুক্ত করা হয়।

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।