ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

জলঢাকায় বিরল প্রজাতির শকুন উদ্ধার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৪ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৭
জলঢাকায় বিরল প্রজাতির শকুন উদ্ধার শকুন উদ্ধার। ছবি: বাংলানিউজ

নীলফামারী: নীলফামারীর জলঢাকায় বিরল প্রজাতির একটি শকুন উদ্ধার করেছে স্থানীয়রা।

শনিবার (১৮ নভেম্বর) সকালে উপজেলার গাবরোল এলাকার একটি খেত থেকে আহতাবস্থায় শকুনটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানায়, সকালে ওই এলাকার গোলাম রব্বানীর ছেলে ওয়াশিকুজ্জামান খেতের মধ্যে শকুনটিকে দেখতে পেয়ে জাল দিয়ে তাকে ধরে ফেলে।

শকুনটি উচ্চতা প্রায় ৩ ফিট। মাটি রঙের শকুনটির ওজন প্রায় ৩০ কেজি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাশেদুল হক বাংলানিউজকে জানান, উদ্ধারের পর চিকিৎসার জন্য শকুনটিকে প্রাণিসম্পদ অধিদপ্তরে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২০০২ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।