বাংলাদেশে প্রথম প্রমাণসহ গোরখোদক শনাক্ত করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষকরা।
কিভাবে এই গোরখোদকের দেখা মিললো বলছিলেন ওই বিভাগের অধ্যাপক মো. কামরুল হাসান।
পরে ক্যামেরায় ধরা পড়া এই প্রাণীটি দেখে আমরা সবাই অবাক হই। এর আগে অনেকে গোরখোদক দেখেছে বললেও প্রমাণ দিতে পারেনি। এই প্রাণীর অস্তিত্ব যে বাংলাদেশে রয়েছে এই ছবি তার প্রথম প্রমাণ।
ইংরেজিতে এদেরকে hog-badgar বলা হয়ে থাকে। বৈজ্ঞানিক নাম Arctonyx collaris F. Cuvier, 1825. বাংলায় বহুল প্রচলিত নাম খোরখোদক।
এটা দেখতে অনেকটা বন্যশুকুরের মতই। তবে এর মুখ বন্যশুকরের চেয়ে খানিকটা সরু এবং পেছনের দিকটা বন্যশুকুরের চেয়ে অনেক বেশি স্থুলাকৃতির। এরা সাধারণত পচা জীবজন্তুর মাংস খেয়ে থাকে। এমনকি কবর খুঁড়ে মানুষের মরদেহও ভক্ষণ করে থাকে। এ কারণে এদের গোরখোদক বলা হয়ে থাকে।
বন্যশুকরের সঙ্গে এদের পার্থক্য হলো, বন্যশুকর মাটি খুঁড়ে অনেক বেশি জায়গা নেয়, কিন্তু গভীরতা কম হয়। অন্যদিকে গোরখোদক মাটি খোড়ে অনেক গভীরভাবে।
সিলেটের কোনো কোনো বনে ও পার্বত্য চট্টগ্রামের প্রায় সব বনেই এই গোরখোদক রয়েছে বলে জানান অধ্যাপক মো. কামরুল হাসান।
বাংলাদেশ সময়: ১২৩২ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৭
জিপি/জেডএম