বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) শ্রীমঙ্গলের গ্রেন্ড সুলতান টি রিসোর্ট অ্যান্ড গলফ এর নৌমি মঞ্জিলে সম্পন্ন হয়।
সকাল থেকে দুপুর পর্যন্ত চলা কর্মশালায় ঢাকা কেন্দ্রীয় অঞ্চলের বন সংরক্ষক, ইউএন-রেড বাংলাদেশ জাতীয় কর্মসূচির প্রকল্প পরিচালক এবং সিলেট ও মৌলভীবাজারের জেলার সরকারি-বেসরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরিবেশ সম্পর্কিত কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন- সিলেট বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) আরএসএম মনিরুল ইসলাম।
পরিবেশ ও বন মন্ত্রণালয়ের আওতাধিন বন অধিদফতরের বন সংরক্ষক (সিএফ) এবং ইউএন-রেড বাংলাদেশ জাতীয় কর্মসূচির প্রকল্প পরিচালক রফিকুল হাসান মুকুল।
এছাড়াও কর্মশালায় বক্তব্য রাখেন- মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মো. আজিজুর রহমান, বন্যপ্রাণি ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মিহির কুমার দো, সিলেট পরিবেশ অধিদফতরের নির্বাহী পরিচালক (ডিডি) আলতাফ হোসেন, ক্রেল প্রজেক্ট সিলেট এর ভারপ্রাপ্ত আঞ্চলিক সমন্বয়কারী পলাশ সরকার প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৮
বিবিবি/জিপি