ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

পাথরঘাটায় লোকালয়ে ৮ ফুট লম্বা অজগর

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৮
পাথরঘাটায় লোকালয়ে ৮ ফুট লম্বা অজগর ৮ ফুট লম্বা অজগরটি টেংরা সংরক্ষিত বনে অবমুক্ত করে দেওয়া হয়। ছবি: বাংলানিউজ

পাথরঘাটা (বরগুনা): বরগুনার পাথরঘাটায় খাবারের সন্ধানে লোকালয়ে চলে এসেছে ৮ ফুট লম্বা একটি অজগর। পরে সেটি সংরক্ষিত বনে অবমুক্ত করে দেওয়া হয়।

মঙ্গলবার (২৭ ফেরুয়ারি) সকালে পাথরঘাটা উপজেলার রুহিতা গ্রামের মো. দুলাল হাওলাদারের বাড়ি থেকে সাপটি উদ্ধার করে বেলা ১১টার দিকে টেংরা বনে ছেড়ে দেয় টাইগার টিম।

টিমের ভারপ্রাপ্ত সভাপতি মো. দুলাল মিয়া বাংলানিউজকে বলেন, সকালে হঠাৎ করেই দুলাল হাওলাদারের বাড়ির আঙিনায় অজগর সাপটি দেখা যায়।

খবর পেয়ে আমরা তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে সাপটি উদ্ধার করি। খাদ্যের অভাবে অজগরটি দুর্বল হওয়ার কারণে কারও কোনো ক্ষতি করেনি।

বনবিভাগের টেংরা বনকেন্দ্রের বিট কর্মকর্তা মো. ইউসুফ আলী হাওলাদার বাংলানিউজকে বলেন, ধারণা করা হচ্ছে খাদ্যের সন্ধানে অজগরটি লোকালয়ে এসেছে। পরে এটিকে টেংরা সংরক্ষিত বনে অবমুক্ত করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৮
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।