ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

রক্তবর্ণা ‘জামরুল’

বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন, ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১৩ ঘণ্টা, মার্চ ২, ২০১৮
রক্তবর্ণা ‘জামরুল’ লাল-জামরুলের রক্তিম সৌন্দর্য। ছবি- বনি দত্ত চৌধুরী

মৌলভীবাজার: টকটকা লাল। দেখলে মনে হয় রক্ত যেন ফেটে পড়ছে ফলটির শরীর বেয়ে। রঙের এমন তীব্র আকর্ষণ ফলটির দিকে বারবার চোখ ফেরাতে বাধ্য করে। গাছসমেত ফলটিকে হাত দিয়ে ছুঁতে মন চায় দেখামাত্রই। 

মাঝারি আকারের গাছে ধরেছে থোকায় থোকায় লাল জামরুল। সবুজ পাতাদের ফাঁক দিয়ে লাল লাল ফলের এমন দারুণ উপস্থিতি হৃদয়কে নাড়া দিয়ে উঠে।

জামরুল ফলটি দেখতে অনেকটা ঘণ্টাকৃতি। এ কারণে এটি Bell Fruit নামেও পরিচিত।

শ্রীমঙ্গল শহরের সুরভিপাড়া আবাসিক এলাকায় চট্টগ্রাম বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সহকারী পরিচালক অরিন্দম কুমার ধর এর বাসা। এখানেই রক্তবর্ণা জামরুল গাছের মাঝে নিজস্ব সৌন্দর্য বিস্তার করে রয়েছে।  

অরিন্দম এবং তার স্ত্রীর বনি দত্ত চৌধুরী দু’জনেই বৃক্ষপ্রেমী। দূরদূরান্ত থেকে বৃক্ষ সংগ্রহ করে তাতে ফুল-ফল ফুটিয়ে থাকেন। তাদের এ বাসাতেই পরম মমতায় লালিত নানা প্রজাতি ফুল ও ফলের ছোটবড় বৃক্ষ।  লাল-জামরুলের রক্তিম সৌন্দর্য ।  ছবি- বনি দত্ত চৌধুরীবনি দত্ত চৌধুরী বাংলানিউজকে বলেন, ‘স্থানীয় নার্সারি থেকে এই রক্ত-জামরুলের গাছ সংগ্রহ করেছি। বিগত তিন বছর ধরে ফল ধরছে। এবার পুরো গাছে প্রায় শতাধিক জামরুল এসেছে। নিচে দাঁড়িয়ে উপরের এই ফলের দিকে তাকালেই মনটা ভালো হয়ে যায়। ’ স্বাদ প্রসঙ্গে বনি বলেন, ‘এটি দারুণ রসালো। খেতে সাদা-জামরুলের মতোই। প্রচুর পানি এবং হালকা মিষ্টি। বছরে দু’বার ফল ধরে। গাছের উচ্চতা পাঁচ থেকে ছয় ফুট হয়ে থাকে। আমরা নিজেরাই খেয়ে থাকি। ’

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এমএ রহিম বলেন, জামরুল আমাদের দেশের পরিচিত মৌসুমী ফল। জামরুলের বৈজ্ঞানিক নাম Syzygium samarangense। ইংরেজিতে অনেক নাম রয়েছে: Water apple, Mountain apple, Cloud apple, Love apple, rose apple প্রভৃতি। এটি Myrtaceae পরিবারভুক্ত।

থাইল্যান্ড থেকে আসা জামরুলের মধ্যে এই ‘লাল জামরুল’ একটি উন্নত জাত। পাকা লাল জামরুল খুব মিষ্টি এবং স্বাদ অতুলনীয়। আকারেও বড়। বর্তমানে এই লাল জামরুল শহরের কারো কারো ছাদে বা ফলের বাগানে শোভা পাচ্ছে বলে জানান তিনি।  লাল-জামরুলের রক্তিম সৌন্দর্য ।  ছবি- বনি দত্ত চৌধুরীএর উপকারীতা প্রসঙ্গে তিনি বলেন, জামরুলের উপকারীতা অনেক। এই ফলে প্রচুর পরিমাণে ভিটামিন-এ, ভিটামিট-সি ছাড়াও ক্যালসিয়াম, পটাশিয়াম, সোডিয়ামসহ বিভিন্ন খনিজ উপাদান বিদ্যমান। কোষ্ঠকাঠিন্য দূর করতে এবং ত্বকের সুস্বাস্থ্য রক্ষায় জামরুলের খুব ভালো কাজ করে। শরীরের পানিশূন্যতা ও দাঁতের সমস্যা সমাধানে ভালো কাজ করে। বাত নিরাময়ে এবং চোখের নিচের কালো দাগ দূর করে থাকে। ডায়াবেটিক রোগীদের জন্য এটি উপকারী।  গ্রীষ্মকালে এ ফলটির কদর বেশি। জামরুল ফলের মিষ্টতা বেশি না হলেও এই ফলটি খেতে সুস্বাদু। জামরুলের নিজস্ব একটি মিষ্টি গন্ধ রয়েছে। জামরুলের বহিরাবরণ মোমের মতো মসৃণ বলে জানান ড. রহিম।  

বাংলাদেশ সময়: ০৮০৫ ঘণ্টা, মার্চ ০২, ২০১৮
বিবিবি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।