ঢাকা, বৃহস্পতিবার, ১৮ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

১৪ কিমি. গ্রামীণ সড়কে ‘চেয়ারম্যান গার্ডেন’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০১ ঘণ্টা, মে ২৪, ২০১৮
১৪ কিমি. গ্রামীণ সড়কে ‘চেয়ারম্যান গার্ডেন’

বরিশাল: পরিবেশ রক্ষা ও ইতিবাচক প্রতিযোগিতা সৃষ্টির লক্ষ্যে ফলজ, ভেষজ এবং সৌন্দর্যবর্ধনকারী পুষ্প-বৃক্ষরাজি রোপনের মধ্যে দিয়ে গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নে ১৪ কিলোমিটার গ্রামীণ সড়কে চেয়ারম্যান গার্ডেনের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪) সকালে শাহ ছুফী মাওলানা হাবিবুর রহমান সড়ক (পশ্চিম বেজহার-হাপানিয়া) রোপনের মধ্যে দিয়ে এ চেয়ারম্যান গার্ডেনের উদ্বোধন করেন জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গৌরনদী উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী।

এসময় মাহিলাড়া ইউনিয়নের চেয়ারম্যান সৈকত গুহ পিকলুর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খালেদা নাসরিন।

এ সময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক আবুল হোসেন মোল্লা, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মামুন মোল্লা, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক আল-আমিন হাওলাদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি জুবায়ের ইসলাম সান্টু ভূঁইয়া, ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য শাহাদাৎ হাওলাদার, মিজানুর রহমান, নুর আলম সরদার, হাসান আল মামুন, মিন্টু শিকদার, বিপ্লব বাবুল রায় প্রমুখ।

ইউনিয়নের বিভিন্ন সড়কের দুইপাশ থেকে হারিয়ে যাওয়া ফলজ, বনজ ও ওষুধি গাছের চারা মাসব্যাপী রোপণ করা হবে।  

বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, মে ২৪, ২০১৮
এমএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।