ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

কিশোরগঞ্জে চারটি তক্ষক জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৯ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৮
কিশোরগঞ্জে চারটি তক্ষক জব্দ জব্দ হওয়া তক্ষক

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার তারাকান্দি এলাকায় অভিযান চালিয়ে চারটি তক্ষক জব্দ করেছে পুলিশ।

শনিবার (১৪ জুলাই) বেলা আড়াইটার দিকে জব্দ হওয়া চারটি তক্ষক বন বিভাগের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়।

এর আগে শুক্রবার (১৩ জুলাই) দিনগত রাতে উপজেলার তারাকান্দি এলাকার একটি পরিত্যক্ত বাড়ি থেকে এ প্রাণীগুলো উদ্ধার করা হয়।

পাকুন্দিয়া থানার পরিদর্শক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মো. মালেক খসরু খান বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে উপজেলার তারাকান্দি এলাকায় অভিযান চালানো হয়। এসময় একটি পরিত্যক্ত বাড়িতে দু’টি কাঠের বক্সে রাখা চারটি তক্ষক উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, বিষয়টি যাচাই-বাছাই করে জানা যায় প্রাণীগুলো তক্ষক নয়, সরীসৃপ জাতীয় প্রাণী। বনে অবমুক্ত করার জন্য বন বিভাগের কাছে এগুলো হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০১৯ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।