বিরল প্রজাতির এ সাপটি উদ্ধার করে শ্রীমঙ্গলে অবস্থিত বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।
বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান সিতেশ রঞ্জন দেব বাংলানিউকে বলেন, শ্রীমঙ্গলের লামুয়া এলাকা থেকে শনিবার (২৫ আগস্ট) এটিকে উদ্ধার করা হয়।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক এবং বন্যপ্রাণী গবেষক ড. কামরুল হাসান এর পরিচয় শনাক্ত করে বাংলানিউজকে বলেন, এ সাপটির বাংলা নাম ‘ফোটা-লেজি কুকরি সাপ’। এর ইংরেজি নাম Spot-tailed Kukri Snake এবং বৈজ্ঞানিক নাম Oligodon Dorsalis। এটি নির্বিষ বা বিষমুক্ত সাপ।

এর লেজের অংশ লাল। সাপটি কাউকে ভয় দেখিয়ে নিরাপদ দূরত্বে চলে যাবার কৌশল হিসেবে তার পেছনের লেজটি দ্রুত উল্টে ফেলে সেই লাল অংশটি প্রদর্শন করে থাকে বলে জানান বন্যপ্রাণী গবেষক ড. কামরুল হাসান।
বাংলাদেশ সময়: ১০৪৩ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৮
বিবিবি/আরবি