ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

বন্যপ্রাণী গবেষণার কাজে ব্যবহৃত অস্থায়ী তাবু

বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন, ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৮
বন্যপ্রাণী গবেষণার কাজে ব্যবহৃত অস্থায়ী তাবু অস্থায়ী তাবু। ছবি: বাংলানিউজ

মৌলভীবাজার: খোলা উন্মুক্ত আকাশ। নিচে ঘাস কিংবা মাটিময় অংশ। এর উপর শক্ত আবরণ দিয়ে বন্দি একটি তাবু। তার ভেতরে একজন মানুষ রাত্রিযাপন করছেন গভীর নিস্তব্ধতার মাঝে। পাকা আবাসন বা দালালকোঠার সুদৃঢ় নিরাপত্তা এখানে নেই, রয়েছে অন্যরকম আনন্দ-অনুভূতি।

বন্যপ্রাণী গবেষণা এবং অস্থায়ীভাবে বসবাসের জন্য এমন তাবুর বিকল্প নেই। বহুকাল ধরে গবেষণার কাজে এটি ব্যবহার করে আসছেন গবেষকরা।

স্বাচ্ছন্দ্যময় ও নিরাপদ রাত্রিযাপনে এমন ছোট ছোট তাবু অতুলনীয়। বন্ধু বা সহপাঠিদের সঙ্গে ক্যাম্পিং আনন্দকে স্মরণীয় করে রাখতে ভ্রমণের মাঝেও এই তাবুর অবদান অনুস্বীকার্য। এর ফলে আউটডোরের রাত্রিযাপনের আউটিং স্মরণীয় হয়ে উঠে।  

প্রতিবছর বাইক্কা বিলে শীত মৌসুমে পাখিশুমারি অনুষ্ঠিত হয়। দূর-দূরান্ত থেকে গবেষকদের একটি দল সেখানে আসেন। তাদের রাত্রিযাপনে নির্ভরতার অংশ হিসেবে দেখা যায় এই তাবুর ব্যবহার। খোলা আকাশের নিচে এক বা একাধিক তাবুর ব্যবহার দেখা যায়।

বন্যপ্রাণী গবেষক ফয়সাল আহমেদ পিয়াস বলেন, এটি যথেষ্টই আরামদায়ক। অনায়সে এর ভেতর দু-একটি বা তারও বেশি রাত কাটানো যায়। তেমন কোনো অসুবিধা হয় না। এর ভেতরে নেটের একটি জানালা আছে। প্রয়োজনে এটি খোলা বা লাগানো যায়। একেকটি তাবুর ভেতর এক বা দু’জন করে অবস্থান করতে পারে।

এর দরদাম প্রসঙ্গে তিনি বলেন, সাড়ে তিন হাজার টাকা থেকে এক-দেড় লাখ টাকা পর্যন্ত রয়েছে এগুলোর দাম। দামিগুলো নির্ভর করে বিভিন্ন সুযোগ-সুবিধা ও মানের উপর। ছবিতে দেখানো তাবুটি তেমন দামি নয়। সাড়ে তিন হাজার। এটি চায়নার তৈরি। তবে এটি ওয়াটারপ্রুফ নয়।

এর ব্যবহার প্রসঙ্গে তিনি বলেন, গবেষণার কাজে আমরা যখন ফিল্ডওয়ার্কে যাই, তখন সেখানে কোনো বাড়ি বা আবাসন থাকে না। এমন অবস্থায় এই তাবুই আমাদের অবলম্বন। এটি টাঙানোর ক্ষেত্রে কিছু নিয়মকানুন রয়েছে। যেমন- জাগয়াটা উঁচু-নিচু বা গাছের শেকড়-বাকড় থাকতে পারবে না, জাগয়াটা একেবারে সমতল হতে হবে।

দেশে এর ব্যবহার সম্পর্কে তিনি বলেন, বাংলাদেশের ছেলে-মেয়েরা গ্রুপ ভিত্তিক মাঠ পর্যায়ের গবেষণার কাজে গেলে সাধারণত এই কমদামি তাবুগুলোই বেশি ব্যবহার করে থাকে। শীত মৌসুমে কুয়াশা থেকে রক্ষা পাবার জন্য এর উপরে ওয়াটারপ্রুফ কাপড় বা আবরণ দিয়ে ঢেকে দেওয়া হয়।   

তাবুর সামনের দিকে শক্ত চেইন থাকে। ভেতরে প্রবেশ করে চেইন দিয়ে আটকে দিলে শক্তভাবে লেগে যায় এবং কোনো কিছুই স্বাভাবিকভাবে আর ভেতরে প্রবেশ করতে পারে না বলে জানান ফয়সাল আহমেদ পিয়াস।

বাংলাদেশ সময়: ১২৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৮
বিবিবি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।