ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

শাহজাদপুরে ১১ ফুট লম্বা অজগর উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৮
শাহজাদপুরে ১১ ফুট লম্বা অজগর উদ্ধার উদ্ধার হওয়া অজগর সাপ। ছবি: বাংলানিউজ

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের শাহজাদপুরে ১১ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করেছে উপজেলা প্রশাসন ও স্থানীয় পরিবেশবাদী সংগঠন দি বার্ড সেফটি হাউজ। 

রোববার (৩০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার গাড়াদহ ইউনিয়নের তালগাছি হাটে খেলা দেখানোর সময় এক সাপুরের কাছ থেকে অজগরটি উদ্ধার করা হয়।

দি বার্ড সেফটি হাউজের সভাপতি মামুন বিশ্বাস বাংলানিউজকে জানান, তালগাছি হাটে সাপের খেলা দেখাচ্ছিলেন কৈজুরী ইউনিয়নের ভেকা গ্রামের আনোয়ার হোসেন নামে এক সাপুড়ে।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উপজেলা প্রশাসনের সহযোগিতায় অজগরটি উদ্ধার করা হয়।

শাহজাদপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ হাসিব সরকার বাংলানিউজকে বলেন, অজগরটি উদ্ধার করে উপজেলা ভূমি অফিসে নিয়ে আসা হয়েছে। বিকেলে সেটিকে সিরজাগঞ্জ বঙ্গবন্ধু ইকোপার্কে হস্তান্তর করা হবে।  

বাংলাদেশ সময়: ১৫১১ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।