ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

সুন্দরবন রক্ষায় বন বিভাগকে আন্তরিকভাবে কাজ করতে হবে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৯
সুন্দরবন রক্ষায় বন বিভাগকে আন্তরিকভাবে কাজ করতে হবে

বাগেরহাট: পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার বলেছেন, সুন্দরবন রক্ষায় বন বিভাগকে আন্তরিকভাবে কাজ করতে হবে। 

শুক্রবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে সুন্দরবনের করমজল এবং হাড়বাড়িয়া পর্যটন কেন্দ্র পরিদর্শনকালে চাঁদপাই রেঞ্জের সহ-ব্যবস্থাপনা সংগঠন সমূহের সঙ্গে মতবিনিময় সভায় তিনি একথা বলেন।

এসময় উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার সুন্দরবনের নদ-নদীতে বিষ দিয়ে মাছ ধরা রোধে বনবিভাগকে কঠোর হওয়ার নির্দেশ দেন।

 

সভায় উপমন্ত্রী বলেন, সুন্দরবনের প্রতি মানুষকে আকৃষ্ট করতে আরও চারটি পর্যটন কেন্দ্র নির্মাণ ও পুরাতন কেন্দ্রগুলোকে সংস্কারের মাধ্যমে আকর্ষণীয় করা হবে।

এসময় উপস্থিত ছিলেন- বনবিভাগ খুলনা সার্কেলের বন সংরক্ষক মো. আমির হোসাইন চৌধুরী, সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. মাহমুদুল হাসান, মোংলা উপজেলার চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা মো. শাহিন কবির ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল বাহার চৌধুরী।

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।