ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

ভোলার চরফ্যাশনে লোকালয়ে চিত্রা হরিণ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০১ ঘণ্টা, মার্চ ৭, ২০১৯
ভোলার চরফ্যাশনে লোকালয়ে চিত্রা হরিণ উদ্ধার লোকালয়ে আসা মায়াবি হরিণ

ভোলা: ভোলার চরফ্যাশনে লোকালয় থেকে চিত্রা হরিণ উদ্ধারের পর বনে অবমুক্ত করা হয়েছে।

বুধবার (০৬ মার্চ) সন্ধ্যায় উপজেলার আসলামপুর ইউনিয়নের ঠেলাখালী ব্রিজ সংলগ্ন খালপাড় থেকে হরিণটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, খাদ্য ও পানির সন্ধানে মেঘনা নদী পাড়ি দিয়ে হরিণটি চরফ্যাশনের আসলামপুরের লোকালয়ে চলে আসে।

গ্রামের লোকজন হরিণটি দেখে ধাওয়া দিলে সেটি পাশের খালে ঝাঁপ দেয়। পরে খাল থেকে হরিণটি উদ্ধার করে চরফ্যাশন থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ম. এনামুল হক জানান, হরিণটি সন্ধ্যায় চরফ্যাশন বন বিভাগের রেঞ্জারের কাছে হস্তান্তর করা হয়েছে। হরিণটি সুস্থ রয়েছে।

চরফ্যাশন বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা খলিলুর রহমান জানান, ধারণা করা হচ্ছে হরিণটি মনপুরা থেকে মিষ্টি পানি পান করার জন্য লোকালয়ে চলে আসে। আমরা এ হরিণটিকে চরফ্যাশন বেতুয়া সংলগ্ন বনে অবমুক্ত করেছি।

বাংলাদেশ সময়: ০১০০ ঘণ্টা, মার্চ ০৭, ২০১৯
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।